ঢাকাবুধবার , ২২ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শেরপুরে হাজতে যাওয়ার ৪ ঘন্টা পরই জামিন পেলেন সেই কলেজ অধ্যক্ষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধিঃ

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সেই অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা (৫২) ও তার ৩ সহযোগীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশের ৪ ঘন্টা পরই মিলেছে তাদের জামিন।

অপর ৩ জন হচ্ছেন একই কলেজের প্রভাষক আলফাজ উদ্দিন (৪২), আত্মীয় মো. শেখ জামাল (৪৩) ও মো. হযরত আলী (৪৫)। ৩ আগস্ট বৃহস্পতিবার শেরপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ওই ঘটনা ঘটেছে।

মামলার বাদী, আইনজীবী ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের একটি মামলায় অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা ও তার ৩ সহযোগী শেরপুর সদর জি.আর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা উভয় পক্ষের শুনানী শেষে তাদের সকলকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই তাদের নিয়ে রাখা হয় কোর্ট হাজতখানায়। পরে তাদের তরফ থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের কাছে পুনঃজামিনের বিশেষ আবেদন করা হলে তিনি নকলা জিআর আমলী আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদের আদালতে তা শুনানীর জন্য পাঠান। ওই প্রেক্ষিতে বিকেল ৪টায় শুনানী নিয়ে তিনি অধ্যক্ষসহ ৪ আসামিকেই পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিনে মুক্তির আদেশ দেন। আর ওই আদেশের প্রেক্ষিতে জেলা কারাগারে পাঠানোর আগেই কোর্ট হাজত থেকেই মুক্ত হয়ে বেরিয়ে যান আসামিরা।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক খন্দকার শহিদুল হক বলেন, আসামিরা অর্থ আত্মসাতের একটি মামলায় ১৩ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আমলী আদালতে নির্ধারিত সময়সীমার মধ্যে জামিননামা দাখিল ও আত্মসমর্পণ না করায় বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ হয়। তবে পরবর্তীতে একইদিন বিকেলে আসামিপক্ষের বিশেষ আবেদনের প্রেক্ষিতে সিজেএম স্যারের নির্দেশে পৃথক একটি আদালত তাদের জামিনমূলে মুক্তির নির্দেশ দিয়েছেন।

সিজেএম আদালতের পেশকার রুকনুজ্জামান লিটন জানান, বিশেষ আবেদনের প্রেক্ষিতে সিজেএম স্যার নন, একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন দিয়েছেন। ফলে কারাগারে যাওয়ার আগেই তারা কোর্ট হাজত থেকে মুক্তি পেয়েছেন।

228 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

মেডিকেলে ভর্তি: কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

মানবতার উন্মেষ ফাউন্ডেশনের “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫” সম্পন্ন

কক্সবাজারে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠিত

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

সুনামগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

জয়কলস রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে মদনপুর পয়েন্টে মতবিনিময় সভা

সেন্টমার্টিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি রিজিয়ন কমান্ডার

সরকার পতনের দীর্ঘদিন পরেও পরিবর্তন হয়নি বুটেক্সের শেখ হাসিনা হলের নাম

প্রতিহিংসা নয়, সুস্থ প্রতিযোগিতা হোক

অনুপমা আজিজের কবিতা “পীড়ন”

সুনামগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত