আকতার কামাল মহসিন,চট্টগ্রাম :
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদের রক্ত বৃথা যাবে না, ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। আল-আকসা মসজিদ মুসলমানদেরই থাকবে।” তিনি ইসরায়েলের গণহত্যাকে মানবতার ইতিহাসে জঘন্যতম যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেন, “বিশ্ব মানচিত্রে ইসরায়েলের আর কোনো নৈতিক অধিকার নেই।”
তিনি আরও বলেন, “আগে ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্য প্রতিবাদ করত, এখন তা দেখা যায় না। কারণ, সেখানকার শাসকগোষ্ঠী পুঁজিবাদের অংশ হয়ে গেছে। আমাদের লড়াই এখন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “মুসলিম দেশগুলোতে ইসলামপন্থী সরকার না থাকায় মুসলমানদের মধ্যে ঐক্য আসছে না। ঐক্য ছাড়া ফিলিস্তিন মুক্তির আশা করা যায় না।”
বিক্ষোভে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ‘ইসরায়েল বয়কট করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দাও’ এবং ‘জিহাদ করে বাঁচতে চাই’— এমন শ্লোগানে মুখর ছিলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ড. ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ নুরুল আমিন, মুহাম্মদ নজরুল ইসলাম, ফয়সাল ইউনুস, শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, এস এম লুৎফর রহমান প্রমুখ।