এম,এম,রুহেল জৈন্তাপুর থেকে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐহিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মানিক পাড়া সরকারী স্কুলে আসন্ন পিএসসি ও জেএসসি পরিক্ষায় ছাএ ছাএীদের সাফল্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল আজ ২৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের নিজস্ব হল রুহে অনুষ্টিত হয়।বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রহমান এর সভাপতিত্বে এতে মানিক পাড়া জামে মসজিদ এর ইমাম মাওঃ নাজিম উদ্দিন মিলাদ ও মোনাজাত পেশ করেন।
মিলাদ মাহফিলে আরো উপস্হিত ছিলেন দরবস্ত ইউপি সদস্য ময়নুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জামাল উদ্দীন কুটি,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নোমান আজাদ,সহকারী শিক্ষক রাজিয়া বেগম,আখতারুজজ্জামান,মরিয়ম বেগম,তাহমিনা তানিয়া,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম,এম,রুহেল,শফিক আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন বরাবরই মানিক পাড়া স্কুল উপজেলার শ্রেষ্ট বিদ্যাপিট ছিলো এর ধারাবাহিকতা আব্যাহত রাখবে বলে আশা করেন বক্তারা। বক্তারা আরো বলেন বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষক গণ নিরলস ভাবে পাঠদান করে যাচ্ছেন।