গাজীপুর/টঙ্গী : মির্জা নাদিম
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জানুয়ারি ২০২৫, ২৯ নং ওয়ার্ড কার্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির জনাব মো. হোসেন আলী (সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর-২)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী গাজীপুর মেট্রো সদর থানা আমির সালাহউদ্দিন আইউবী (সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর-৪) এবং গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও পূবাইল থানা আমির আশরাফ আলী কাজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মেট্রো সদর থানার সহকারী সেক্রেটারি ও ২৯ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জি. এফ. এম. জাহিদ আহমেদ।
এ সময় ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্তদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচীতে প্রায় অর্ধশত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।