মোঃ শাহাদাত হোসেন(রামু থেকে)
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা আদর্শ শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয়ে জে এসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশেের আয়োজন করা হয়। মংগলবার সকাল এগারোটার সময় উচ্চবিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও সন্ত্রাস বিরুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সেলিমের পরিচালনায় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম,রামু থানা তদন্ত ওসি মিজানুর রহমান, গর্জনিয়া পুলিশ ফাড়ীর ইনচার্জ দেব্রত রায়, সাংবাদিক আবদুর রশিদ, হাফিজুল ইসলাম চৌধুরী,ককসবাজার প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও আমাদের নতুন সময় এবং সিপ্লাস টিভি প্রতিনিধি আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, ভিশন ৭১ প্রতিনিধি শাহাদাত হোসেন, বিদ্যালয়ের উপদেষ্টা জয়নাল আবেদীন,আবু নছর প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। প্রধান বক্তব্যে রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন আজকের প্রজম্ন ছাত্র ছাত্রীই আগামীর সুন্দর দেশ গড়ার ভবিষ্যৎ। প্রত্যন্ত এলাকায় এধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আগামীতে দেশ ও জাতি গঠনে আদর্শ ভুমিকা পালন করবে। বিদায় অনুষ্ঠানে তিনি সকল পরীক্ষার্থীর জন্য আল্লাহ র দরবারে দোয়া কামনা করেন। একই অনুষ্ঠানে অফিসার ইনচার্জ আবুল খায়ের আরো বলেন মাদক, সন্ত্রাস নির্মুলে পুলিশের পাশাপাশি জনসাধরন কে সহযোগিতার আহবান জানান। এছাড়া অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি যত্নবান ও সঠিক সময়ে বাড়ি ফেরা স্কুলে যাওয়া এবং বখাটদের সাথে চলাফেরা না করা, মেয়েদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পরিক্ষার্থী সহ দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।