কক্সবাজার প্রতিনিধি :
৫ আগষ্ট পরবর্তী কক্সবাজারে আইনশৃঙ্খলার সৃষ্ট পরিস্থিতির নিরসনের লক্ষ্যে র্যাব ১৫ কক্সবাজার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় কক্সবাজার কনভেনশন হলে এ মতবিনিময় সভা ও ইফতার পার্টির অয়োজন করা হয়।
এতে কক্সবাজার জেলার সকল স্তরের টিভি চ্যনেল,প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়াসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় র্যাব-১৫ এর নবাগত অধিনায়ক (সিও) কামরুল বলেন, আসন্ন রমজানের ঈদ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে র্যাব ১৫ সাংবাদিকদের একসাথে কাজ করবে এবং যে কোন অপরাধ নিয়ন্ত্রণ করবে। সেই সাথে সর্বোচ্চ পেশাদারিত্ত্ব নিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পরে কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন।
তারা বলেন, কক্সবাজারে যে অপরাধ বেড়েছে তা নিয়ন্ত্রনে র্যাব ১৫ কাজ করবে। সম্প্রতি কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল না। এটা পর্যটন এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজন। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায় পর্যটন এলাকার উপর প্রভাব পড়বে।
ছিনতাইকারীদের লিষ্ট তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। র্যাব ১৫ যেন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে তার উপর গুরুত্বরোপ করেন। এতে অপহরণ, মাদক নিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার আহবান জানান।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন সভাপতি জিএম আশেক উল্লাহ,
সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক, গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজারের আহবায়ক রফিকুল ইসলাম, সাংবাদিক সাইফুর রহিম শাহীন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সরোয়ার আলম শাহীন সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় গ্র্যাজুয়েট প্রেসক্লাবের আহবায়ক রফিকুল ইসলাম বলেন, পর্যটন নগরী কক্সবাজারের আইন শৃংখলা ব্যবস্থাকে আরো উন্নত করে কক্সবাজারকে শান্তি ও নিরাপত্তার শহর নিশ্চিত করে বিশ্বের দরবারে একটি মডেল পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে র্যাবের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
সাংবাদিকদের মতবিনিময় শেষে সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।