ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলার ঘটনায় মুকুল গ্রুপকে গ্রেফতার দাবিতে জামালপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০১৯, ১:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

মাসুদুর রহমান-সরিষাবাড়ি থেকে–

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা কমিউনিস্ট পার্টি। সরিষাবাড়ী অটোবাইক কল্যাণ সোসাইটি ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা ক্ষেতমজুর সমিতি। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ষাটোর্ধ্ব দরিদ্র লোকদের বয়স্ক ভাতা, খাবার ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে সরিষাবাড়ির নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলা ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদানের মিছিলে হামলা করে মুকুল গ্রুপের লোকজন। সরিষাবাড়ির শিমলাবাজার আলতা সিনেমা হলের সামনে মুকুল গ্রুপের হামলায় আহত হয় অন্তত ১৫ জন। এ সময় মুকুল গ্রুপের লোকজন ২০টি অটোবাইক ভাংচুরও করেছে বলে দাবি করেছেন উপজেলা ক্ষেতমজুর সমিতির সদস্যরা। প্রকাশ থাকে যে , মুকুলের বিরুদ্ধে রয়েছে অহরহ অভিযোগ । বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা । সম্প্রতি বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ,শহর যুবলীগের প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমীক লিগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদকে বাদ দিয়ে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি সরিষাবাড়ী উপজেলা শাখার মুকুল সভাপতি ও বিএনপি থেকে যোগ দান করেই বেলালকে সাধারন সম্পাদক পদ দেওয়া হয় । বেলালের বিরুদ্ধে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়ী ঘর ভাংচুরের অভিযোগ সহ বেলালের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সরিষাবাড়ী থানায় মামলা রয়েছে । সরকারি সকল দফতর অবাধ বিচরনকারী কথিত এই মুকুল উপজেলার ব্যবসা বানিজ্য ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকান্ড নিয়ন্ত্রন করেন । কথিত এই মুকুলের দাপটে অসহায় স্থানীয় ক্ষমতাসীন দলের ত্যাগী ও বিএনপি জামায়াত জোট সরকারের সময় নির্যাতিত নেতাকর্মীরা ।
জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম বলেছেন, ‘যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে অর্ধশতাধিক লোক আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। এ ঘটনায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আলী আক্কাছ, জেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, সম্পাদক আকবর আলী প্রমুখ। মানববন্ধনে অভিযুক্ত মুকুল গ্রুপের লোকজনদের ৭দিনের মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ডিসি অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।
মাসুদুর রহমান

127 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির (ভিডিও সহ)

বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক

শেরপুরের পানিহাতায় ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

শান্তিগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ পন্থীদের হামলায় ৪ হত্যার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন 

শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-মুশফিকুর

নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব–ড. ইউনুস

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত