ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক মরহুম মোঃ আব্দুল মজিদ-এর স্মরণে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া শোকসভা।

গতকাল ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১০টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়-এর হলরুমে এই স্মরণসভা আয়োজন করে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট।

সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সঞ্চালনা করেন সাজ্জাদুর রহমান স্বপন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. তারেকুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মৌলানা হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো)-এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ডা. মোঃ কাইয়ুম উদ্দিন, আনোয়ার হোসেন বাবু, শ্যামাকান্ত সিংহ, বীরেন্দ্র সিংহ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আমজদ আলী, ইউকে প্রবাসী মোঃ আব্দুস সালাম, সাংবাদিক মোঃ আব্দুস সালাম, মোঃ শাহাজ উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, মোঃ আব্দুল কাদির, ইবুংহাল সিংহ শ্যামল, মোঃ খুরশেদ আলী, প্রহ্লাদ সিংহ ও হাজী মোঃ আব্দুল ওয়াহিদ।

বক্তারা বলেন, “মোঃ আব্দুল মজিদ ছিলেন একজন নিঃস্বার্থ আলোকবর্তিকা। শিক্ষকতা ছিল তাঁর ব্রত, সমাজসেবা ছিল তাঁর আত্মার খোরাক। তিনি ছিলেন পাঙাল সমাজের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক মহান কারিগর।”

বক্তারা আরও বলেন, “তিনি শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন এক জীবন্ত আদর্শ—তাঁর কাজ, নীতিবোধ এবং মানবিকতা আমাদের আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

শিক্ষক হিসেবে যেমন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তেমনি সংগঠক হিসেবে বাংলাদেশ মণিপুরী মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি ও অধিকার নিয়ে কাজ করেছেন আমৃত্যু।

এই শোকসভা কেবল একজন মানুষের স্মরণ নয়, ছিল একজন আদর্শ মানুষের প্রতি প্রজন্মের কৃতজ্ঞতা প্রকাশ। শিক্ষা, নীতিবোধ ও মানবিকতায় পূর্ণ জীবন নিয়ে মোঃ আব্দুল মজিদ পাঙাল সমাজের ইতিহাসে হয়ে থাকবেন এক উজ্জ্বল নাম।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ