প্রতিবেদক/ তাওহীদ জিহাদ
আজ দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৪৩৬, ড্যাশ ৮-৪০০) উড্ডয়নের পরপরই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। বিমানটির পেছনের একটি চাকা উড়ন্ত অবস্থায় খুলে নিচে পড়ে যায়।
বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের পর পাইলট বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।
বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত রানওয়ের পাশে ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রস্তুত রাখে। অবশেষে দুপুর ২টা ১৭ মিনিটে বিমানটি সফলভাবে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কেউ আহত হননি, সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, চাকা খুলে পড়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, বিমানটিকে নিরাপদে অবতরণ করানোয় পাইলট ও পুরো ক্রু টিম প্রশংসার যোগ্য।
বিমান বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে একটি চাকা ছাড়াও বিমানের জরুরি অবতরণ সম্ভব হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যথাসময়ে সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতির কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।