ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে সাংবাদিকদের উপর হামলা

প্রতিবেদক
তানজীল ইসলাম শুভ
২৬ আগস্ট ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছে। এ নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইতে গিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় উল্টো সাংবাদিকদের পিটিয়েছে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে তার সহযোগীরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিকরা।

শনিবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ আহত হয়েছেন চার সংবাদকর্মী। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। আহতরা জানান, কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হন। এমন অভিযোগ পেয়ে মেডিকেলে খবর সংগ্রহে যান সাংবাদিকরা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী গত বৃহস্পতিবার র‌্যাগিংয়ের শিকার হন। তার বিচার চাইতে ঐ ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান। এসময় চ্যানেল চ্যানেল 24-র রিপোর্টার কাওছার হোসেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম মরিফ যান তথ্য সংগ্রহে।

ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ করে সাংবাদিকদের প্রথমে চড় থাপ্পর, পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে কলেজ অধ্যক্ষসহ তার সহযোগীরা। পরে সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র‌্যাগিংয়ের শিকার ঐ ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, নিউজ করার জন্য আমাদের তথ্য প্রয়োজন। কিন্তু হঠাৎ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার সাঙ্গপাঙ্গরা অতর্কিত আমাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।

আরও পড়ুন

জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না–মিয়া গোলাম পরোয়ার

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়নে পুনঃ বিবেচনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা মালেক খান

চকরিয়া -১ আসনে ছাত্র সালাহউদ্দিন আহমদের বিপক্ষে লড়বেন শিক্ষক মইনুল।

মানুষের কথা বলতে সংসদে যেতে চাই -রিক্সা চালক সুজন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তুরন কান্তি দাস, সম্পাদক জয়ন্ত সেন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা