ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ, জবিশিসের নিন্দা

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৭ মার্চ ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস).সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের বিরুদ্ধে কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারিত হওয়ায় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) জবিশিসের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার বিশ্বাসকে কেন্দ্র করে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রচারিত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক সমিতি স্পষ্টভাবে জানায় যে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ৫ মার্চ ২০২৫, বিকেল ৩:৪৫ মিনিটে অধ্যাপক মিল্টন কুমার বিশ্বাস একটি আবেদনপত্র নিয়ে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের বিভাগীয় কার্যালয়ে যান। সে সময় সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। অধ্যাপক বিশ্বাস তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলা প্রত্যাহারের জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেন। জবাবে সাধারণ সম্পাদক তাকে শিক্ষক সমিতির কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন।

এছাড়া, শিক্ষার্থী আবু বকর ও সাংবাদিক সুজাউদ্দিন সুজাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, শিক্ষক সমিতি তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। শিক্ষক সমিতি মনে করে, এ ধরনের অপপ্রচার একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র, যা অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। শিক্ষক সমিতি এ ধরনের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

112 Views

আরও পড়ুন

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা

সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সনাকের মানববন্ধন

যাঁরা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট শুরু হয়েছে —————————————কয়ছর এম আহমদ

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

কক্সবাজারে আইনশৃঙ্খলা, যানজট এবং সুশাসন নিশ্চিতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চকরিয়া থানার ওসির তত্বাবধানে বিট পুলিশিং সভা

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ