ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মো: ফয়সাল মিয়া :

প্রয়াত লেখক ও গবেষক ড. আনিসুজ্জামান “জাদুঘরে কেন যাব ” প্রবন্ধে যথাযথভাবে জাদুঘরের প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরেছিলেন। উক্ত প্রবন্ধে তিনি তরুণ প্রজন্মকে জাদুঘরে যেতে উদ্বুদ্ধ করেছিলেন। অধ্যাপক আনিসুজ্জামান প্রবন্ধে দেখিয়েছিলেন কিভাবে নতুন প্রজন্ম জাদুঘরের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে।

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর তরুণ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের আবহে চিন্তার খোরাক জোগানোর মতো একটি স্থান। গত ২৯ অক্টোবর জাদুঘরটি ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণে অবস্থিত। জাদুঘরটির ২০১৮ সালের ১১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

জাদুঘরটিতে ঢাকার নায়েব-নাজিমদের ১৭০০ থেকে ১৯০০ শতাব্দীর সময়কালের ইতিহাস ও ঐতিহ্যসমূহ স্থান পেয়েছে। মূলত নিমতলী প্রাসাদের পশ্চিম দিকের তিনতলা বিশিষ্ট ফটকটিই আজকের ঐতিহ্য জাদুঘর। মুর্শিদকুলী খান আঠার শতকের প্রারম্ভে সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করলে ঢাকা মুর্শিদাবাদের নবাবদের নায়েব নাজিম ( Deputy Governor) শাসিত একটি উপ- প্রদেশে পরিণত হয়। এই সময় নবাবদের প্রতিনিধি হিসেবে একজন নায়েব নাজিম ঢাকার দায়িত্ব পালন করতেন। নবাবি শাসনামলের প্রাথমিক যুগে নায়েব নাজিমদের জন্যে কোন স্বতন্ত্র প্রাসাদ না থাকলেও পরবর্তীতে ইংরেজ আমলে কলকাতার কাউন্সিলের উদ্যোগে ঢাকার নিমতলী এলাকায় ১৭৬৫-৬৬ সালে নিমতলী প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল যা নিমতলী কুঠি বা নিমতলী প্যালেস নামে পরিচিত। এই প্রাসাদটি মূলত মুঘল স্থাপত্যরীতি অনুসরণ করেই নির্মিত হয়েছিল। এই প্রাসাদে প্রাচ্য ও পাশ্চাত্যের একটি অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায়।

এই ভবনটিতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।জাদুঘর ভবনের নিচতলায় মোট ৩টি গ্যালারিতে রয়েছে।ভবনটির দ্বিতীয় তলায় দৈর্ঘ্য প্রস্থে সমান একটি গ্যালারি রয়েছে। আর তৃতীয় তলায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল গ্যালারি আছে।এখানে মসলিন কাপড়, ধাতব মুদ্রা, সতের ও আঠারো শতকের ঢাকার বিভিন্ন বনেদি পরিবারের ব্যবহৃত তৈজসপত্র সংরক্ষিত রয়েছে। এই গ্যালারির একটি অন্যতম আকর্ষণ হলো নবাব নুসরত জং এর ত্রিমাত্রিক ডিওরমা। ডিওরমাটি মূলত নায়েব নাজিম নুসরত জং এর দরবারের একটি উপস্থাপনা। সাধারণ দর্শকদের জন্য জাদুঘরটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।জাদুঘর দেখার জন্য শিক্ষার্থী প্রতি ১০ টাকা, সাধারণ দর্শক ২০ টাকা এবং বাহিরের দেশের পর্যটকদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে ।এই ঐতিহ্য জাদুঘরের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। (http://asbheritagemuseumbd.org/)।
যে কোনো স্থান থেকে এই ওয়েবসাইট ব্যবহার করে হেরিটেজ মিউজিয়াম ভিজিট করা যাবে।

লেখক: সহকারী কিউরেটর, এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর।
Email:asb.museum@hotmail.com

416 Views

আরও পড়ুন

গরমে যেসব অসুখ বেশি হতে পারে

জামালপুরে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার নির্বাহী কমিটির সভা

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুরে আ.লীগ নেতা ফারুকসহ তিন কলেজ অধ্যক্ষের দুর্নীতি প্রমাণিত, দ্রুত বিচার দাবি

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গনধর্ষণ : আটক ২ যুবক

সিডিএ’র আইন উপদেষ্টা হলেন মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার,কর্মসূচী স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা

শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে-মিজান চৌধুরী

আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ডুলাহাজারা ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ