রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তের পাহাড়ি এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীরপাড় ও সড়কের পাশে বালুর নিচে থেকে এসব মদ উদ্ধার করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডের সেমিনার কক্ষে এক প্রেস নোটের মাধ্যমে ওই তথ্য জানানো হয়।
জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএসআই বিপুল রহমান, এএসআই জুবায়েল খান ও কনস্টেবল মোশাররফ হোসেনসহ সঙ্গীয়দের নিয়ে অভিযান পরিচালনা করেন। ওইসময় উপজেলার সীমান্ত এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীরপাড়ে ও রাস্তার পাশে বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে স্ট্রেলিং রিসার্ভ ২০ বোতল, রয়েল স্টেজ ২৭ বোতল ও ম্যাজিক মোমেন্ট ১৭ বোতল।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০