মো: আখতারুজ্জামান:
নরসিংদীর পলাশে একটি বিদেশি পিস্তল,৩ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিউদ্দিন চিশতী(৪১)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পলাশ থানা পুলিশ ও নরসিংদী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন চিশতী ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত মোস্তাক আহম্মেদের ছেলে। এ ছাড়া মহিউদ্দিন চিশতী ঘোড়াশাল পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান,গ্রেফতারকৃত মহিউদ্দিন চিশতী একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
ওসি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও নরসিংদী ডিবি পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল,৩ রাউন্ড কাতুর্জ ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে পলাশ থানায় অস্্র ও মাদকের পৃথক দুটি মামলা হয়েছে।