ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকি অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মার্চ রাত ৯টার দিকে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় মো. মতি (২৬) ও সাগর (৪০) নামের এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার জের ধরে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে নাছিমার (৫৫) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকা ও ২০ হাজার টাকার খাদ্যসামগ্রী লুট করে। বাধা দিতে গেলে নাছিমাকে মারধর করা হয় এবং তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, একই রাতে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় আজমিরি পরিবহনের কন্ট্রাক্টর মো. বিপ্লব (২২) গাড়ি নিয়ে প্রবেশ করলে কামরুল ইসলাম কামুর অনুসারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে কামরুল ইসলাম কামুর নির্দেশে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী ছালমার (৫০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছালমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীরা থানায় গেলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তারা। বর্তমানে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আলোচনার পর আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কামরুল ইসলাম কামু মুঠোফোনের যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এরশাদ নগর এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

226 Views

আরও পড়ুন

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ