রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের ইসলামপুর একজন মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে পিটিয়ে গ্রামছাড়া করে তাদের ফসলি জমি বেদখল করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ পশ্চিম পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমানের একমাত্র পুত্র সন্তান আক্রাম হোসেন ঢাকায় একটি কোম্পানীতে চাকুরী করেন। সেই সুবাদে নিজ বাড়িতে একা পেয়ে স্থানীয় সন্ত্রাসী সাইফুল ইসলাম আকন্দ গংরা কারণে অকারণে মাঝে মধ্যেই ওই নিরীহ মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে। এরই এক পর্যায়ে গত সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান ও তার পুত্র আক্রাম হোসেন বলিয়াদহ গ্রামে নিজ বাড়ীঘর ও ফসলি জমি দেখতে যান। ওই সময় সন্ত্রাসী সাইফুল ইসলাম আকন্দ ও কবির উদ্দিন আকন্দ দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা আনিছুর রহমান ও তার পুত্র আক্রাম হোসেনের উপর অতর্র্কিতে হামলা চালায়। একপর্যায়ে ওই সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে পিটিয়ে গ্রামছাড়া করে। এরপর ওই সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় পৈর্তৃক ফসলি জমি বেদখল করে নেয়। এঘটনায় মুক্তিযোদ্ধা আনিছুর রহমান ও তার পুত্র আক্রাম হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মুক্তিযোদ্ধা ও তার আহত সন্তানকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
আহত মুক্তিযোদ্ধা আনিছুর রহমান জানান, বলিয়াদহ পশ্চিম পাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম আকন্দ ও কবির উদ্দিন আকন্দ ইতিপূর্বে আরো কয়েকদফা অন্যায়ভাবে তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং তার বৈধ সম্পত্তি জবর দখল করেছে। স্থানীয় সন্ত্রাসী সাইফুল ইসলাম আকন্দ গংদের নির্যাতনের ভয়ে বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান দীর্ঘদিন যাবত নিজ বসতভিটা ছেড়ে জামালপুর জেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।