সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা এলাকায় পিকআপ চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- করুনা খাতুন ও তার ৬ বছরের শিশুপুত্র তারিকুল ইসলাম।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কের পাশে করুনা খাতুন তার ছেলে তারিকুল ইসলামকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে শাহজাদপুরগামী একটি সিমেন্ট বোঝাই পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। পরে পিকআপটি আরো একটি অটোভ্যানকে ধাক্কা দিলে আরো এক যাত্রী আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।