স্টাফ রিপোর্টার ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকায় মরহুম ইব্রাহীমের পুত্র মুজিবুল হক ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১টার দিকে পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট খাঁনসিড়ির হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত অভিযোগে তিনি দাবী করেন, আমার পুত্র মিনহাজুল হক নয়ন (২৭) চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এল.এল.বির শেষ বর্ষের ছাত্র। গত ১৬ই অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া থানা পুলিশ আমার ছেলেকে বাসটার্মিনালস্থ কোচপাড়া রাম্তার মাথা এলাকার একটি মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান থেকে কোন মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই থানায় নিয়ে যায়। নয়ন ওই সময় গাড়ি সার্ভিসিং করেছিল বলে তার পিতা জানান । তিনি আরো অভিযোগ করেছেন, স্থানীয় এক প্রভাবশালী নেতার ইন্ধনে পুলিশ নয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশ নয়নকে অমানবিক নির্যাতন করে। বর্তমানে তার ছেলে নয়ন কক্সবাজার জেল হাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র গ্রেফতার হওয়ায় তার ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিপূর্বে পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত প্রভাবশালী মহলটি তার ছেলের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছিল,প্রত্যক মামলায় তার ছেলে জামিনে রয়েছে। অসহায় পিতা মুজিবুল হক তার ছেলেকে নির্দোষ দাবী করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।