মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় “প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন পরীক্ষা-২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে সফলতা অর্জনকারী বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। মানোন্নয়নে তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।
সোমবার (২৩ জুলাই ২০২৫ ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা
এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও সহকারী শিক্ষিকা মাহপারা প্রীতম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, পিটিআই সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম খান ও উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতাপাঠ পরিবেশন করে শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থী, অভিভাবক ও প্রধান শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
পুরস্কার বিতরণী পর্বে সেরা পাঁচটি বিদ্যালয়, বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ ৯ জন শিক্ষক এবং শ্রেণিভিত্তিক ১ম থেকে ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাক-প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ উপস্থাপনার জন্য ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কামরুপদলং কে সম্মাননা দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।