
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে মতবিনিময় সভায় প্রবীণ মুরুব্বী ঝিলিক মিয়া এর সভাপতিত্বে নিজের নির্বাচনী ইশতেহার ও জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, উপজেলা বিএনপি নেতা জিয়াউর রহমান, শহীদ মিয়া, মোঃ আব্দুল লতিফ, মোজাহিদ খান,
আব্দুল ওয়াকিব,জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ,শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা সাফওয়ান রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনতা। গণসংযোগকালে ব্যারিষ্টার আনোয়ার হোসেন উপস্থিত সবার সাথে কূশল বিনিময় করেন এবং সকলের দোয়া সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন।
গণসংযোগ পরবর্তী মতবিনিময় সভায় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের হাটে-ঘাটে,
মাঠে-বাজারে ও বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে সর্বস্তরের জনতার যথেষ্ট সারা পেয়েছি। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে সর্বস্তরের জনতার রায়ে আমার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু পরিবর্তন নয়, ইতিবাচক ও টেকসই পরিবর্তন। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন, সৎ থাকা এবং পরিশ্রমই উন্নয়নের মূল চালিকা শক্তি। সবাই মিলে কাজ করলে সমাজ ও দেশ এগিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০