মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র নিযাম উল আযীমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, নিযাম উল আযীমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা টিসিবির কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল।
শনিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের চার কাউন্সিলরকে ডেকে সতর্ক করেছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। এরপর ফিরে এসে তারা এলাকার সবার টিসিবির কার্ড জমা নিয়ে নেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০