আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফেরর পৃষ্টপোষকতায় মিনি বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -১৯ এর শুভ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন । ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় চিকনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান ট্রপি টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় , এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , সাবেক কৃতি ফুটবলার শামসুল আলম রনি , স্থানীয় ৫ নং ওয়াড়ের ইউপি সদস্য ইয়াছিন আরফাত, ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শরীফুল ইসলাম , আওয়ামীলীগনেতা মোঃ ইছহাক , রমিজ উদ্দিন , ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মোহাম্মদ জিসান খাঁন , উত্তর নলবিলা মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোর্শেদ আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা । ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে তিনি বলেন , মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলা ধুলার কোন বিকল্প নেই । যুব সমাজ আমাদের অহংকার, তাই খেলা ধুলার মাধ্যমে তারা একদিন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এদেশের মান বজায় রাখতে সক্ষম হবে । খেলা ধুলা যেমন মানুষের মন সতেজ রাখে তেমনি ভাবে কিশোর কিংবা যুব সমাজ বিনোদনে সম্পৃক্ত থাকলে বিপদগ্রস্ত থেকেও রক্ষা পাবে । এজন্য ছাত্র কিংবা যুব সমাজ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকতে বিনোদনের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান চেয়ারম্যান তারেক শরীফ । তিনি সমাজে যে কোন গঠনমূলক উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করারও অঙ্গীকার ব্যাক্ত করেন । এর আগে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ চিকনীপাড়ায় পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন খেলা পরিচালনা কমিটি ও স্থানীয় জনসাধারণ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০