রোকনুজ্জামান সবুজ, জামালপুর ঃ
জামালপুরের ইসলামপুর কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় যমুনার তীরে শুক্রবার বিকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি কোন মাদক ব্যবসায়ীর বা নৌ- ডাকাতের হতে পারে বলে যমুনার চরাঞ্চলে ব্যাপক গুঞ্জন চলছে।
জানা গেছে, যমুনা নদী সংলগ্ন ইসলামপুরের কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় শুক্রবার বিকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ আটকে থাকতে দেখে এলাকাবাসী। পরে এ খবর পেয়ে কুলকান্দি পাইলিং ঘাট থেকে লাশটি উদ্ধার করেন ইসলামপুর থানা পুলিশ।
ইসলামপুরের কুলকান্দি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট জানান, সম্প্রতি যমুনা নদী পথে স্থানীয় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও নৌ-দস্যুদের অভ্যন্তরীণ বিরোধ চলছে। মাদক ব্যবসায়ী ও নৌ ডাকাতরা সম্প্রতি যমুনা নদীপথে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে কয়েক দফা আগ্নেয়াস্ত্রের মহড়াও দিয়েছে যাহা মন্নিয়া, প্রজাপতি ও কুলকান্দি চরাঞ্চলের অসংখ্য মানুষ দেখেছেন। সেই সুবাদে এলাকাবাসীর মুখে মুখে চাউর হচ্ছে, স্থানীয় মাদক ব্যবসায়ী অথবা নৌ- ডাকাতদের অভ্যন্তরীণ বিরোধের কারণে অজ্ঞাত ব্যক্তিটি লাশ হয়ে থাকতে পারে। এনিয়ে ইসলামপুর উপজেলার কুলকান্দি ও বেলগাছার মন্নিয়ার চরাঞ্চলে নানা গুঞ্জনও চলছে বলে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০