——————–
১০ বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন চেয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ। ৩০ ডিসেম্বর তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির ১০ বছরে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জনগণের দাবি বাস্তবায়নে বেশি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের জন্য নিবেদিত একমাত্র রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেয়াটা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করলে বর্তমান কমিশনের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে। সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, আল আমিন মুন্না প্রমুখ।