মোসাঃ তানজিলা, ইডেন কলেজ, ঢাকা :
দুদিনের জ্বরের সাথে লড়াই করে দুনিয়ার মায়া ছেড়ে চলে যান ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষে শিক্ষার্থী প্রত্যাশা স্বর্ণা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির হযরত রাবেয়া বসরী রহঃ (প্রস্তাবিত নাম) হলের হলসুপার আসমা সুলতানা ।
তিনি বলেন, স্বর্ণার অভিভাবকরা এসেছেন। তাকে হাসপাতাল থেকে হবিগঞ্জ গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছে।
এছাড়া তিনি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেন।
জানা গেছে, প্রত্যাশা স্বর্ণা ইডেন মহিলা কলেজের ১১ তলা হলের (হযরত রাবেয়া বসরী রহঃ) ৭২৩ নাম্বার রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
দুই দিন যাবৎ জ্বরে আক্রান্ত ছিলেন। এর মধ্যে ইউরিন ইনফেকশনও দেখা দেয়। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০