ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

ভারতের আগ্রাসনের বিরোধিতায় আয়নাঘরে আটকে রাখা হয় : আবদুল্লাহিল আমান আযমী

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
৩ সেপ্টেম্বর ২০২৪, ২:১৫ অপরাহ্ণ

Link Copied!

ভারতের আগ্রাসনের বিরোধিতা করার জন্যই প্রয়াত গোলাম আযমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে দীর্ঘ ৮ বছর গুম করে রাখা হয় বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমার পণ ছিল দেশের পক্ষে লড়ে যাব। ভারত সব সময় একটা বৈষম্য তৈরি করে রেখেছিল। আমাদের ফেলানীকে অন্যায়ভাবে হত্যা করেছে ভারত। তারা চেয়েছিল- এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতীয় সেনাবাহিনী দিয়ে দেশ চালাবে। তাদের ইচ্ছে ছিল এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অধীনে রাখা। আমি সব সময় এসবের প্রতিবাদ করেছি। হয়তো এ কারণেই আমাকে দীর্ঘ ৮ বছর আটকে রেখেছিল। আরেকটি কারণ হতে পারে আমি গোলাম আজমের ছেলে।’

আবদুল্লাহিল আমান আযমী উল্লেখ করেন, তাকে বলা হয়েছিল যেন তার বাবাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি প্রতিবাদ করে বলেন, কোনো কু-সন্তানও তার বাবাকে বের করে দিতে পারেন না। এ কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আযমী।

সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনীতে সাধারণত একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ব্যক্তির বিদায় সংবর্ধনা অনেক জাঁকজমকপূর্ণ হয়। অথচ আমাকে তাড়াহুড়ো করে ১ দিনের মধ্যেই বিদায় করা হয়।  বিশ্বের কোনো দেশেই এটা হতে পারে না। বিদায়ের সময় একটি ভাঙাচোরা গাড়ি দেওয়া হয়। যেটা আমার পদ-পদবির সঙ্গে কোনোভাবেই যায় না।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই জানিয়েছেন, এতদিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল।

মুক্ত হয়ে ৬ আগস্ট ভোরে নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহিল আমান আযমীর ফেরার কথা জানায়।

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের ২৩ আগস্ট তিনি নিখোঁজ হন। তখন থেকেই তাকে গুম করা হয়েছে বলে দাবি করে আসছিল তার পরিবার।

656 Views

আরও পড়ুন

জিপিএ ৫: পরিশ্রমের প্রতিবিম্ব, তবে ভবিষ্যৎ গড়ার মানদণ্ড নয় – জুবায়েদ মোস্তফা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তালহা জোবায়ের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে আগ্রহী

দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫

সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিতর্কিত ইউএনওর বদলি আদেশে শরণখোলায় স্বস্তি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন- জান্নাতি

সুনামগঞ্জ বিআরটিএ সাথে নিরাপদ সড়ক চাই’র মতবিনিময়

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন