ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

পরিকল্পিত হত্যাকাণ্ডের দাবী নিহতের ছেলের ;
পেকুয়া থেকে নারীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ জানুয়ারি ২০২২, ৮:৪০ অপরাহ্ণ

Link Copied!

মোহাম্মদ সোহেল আরমানঃ-

কক্সবাজারের পেকুয়ায় বাম হাত ও দুই পায়ের রগকাটা অবস্থায় মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মৃতদেহ আশেপাশে কোনো রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে।

স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। সে কিভাবে পেকুয়া আসলো কিংবা কেউ নিয়ে আসলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

তবে নিহতের ছেলে আরিফ জানিয়েছে, টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সৎ বাবা রিদুয়ান। আমার বাবা মালেশিয়ায় থাকতো। সেখানে গত বছর মারা যান। আমার বাবার সঙ্গে মালেশিয়ায় পরিচয় হয় চকরিয়া উপজেলা কোনাখালীর রিদুয়ানের। এরপর রিদুয়ান দেশে আসলে আমাদের পরিবারের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সাত আট মাস আগে রিদুয়ানের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়।

তবে আমার মা কখনও রিদুয়ানের বাড়িতে থাকেনি। রিদুয়ানই আমাদের সাথে শহরের খাজামঞ্জিল এলাকায় এসে মাঝে মধ্যে থাকতো। গেল সোমবার দুপুরে রিদুয়ান আমার মাকে ফোন করে টাকার জন্য যেতে বলে। পরে দুপুর ২টার দিকে মা টাকার জন্য কোনাখালীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর মঙ্গলবার পুলিশের ফোনে জানতে পারি আমার মায়ের মৃতদেহ পেকুয়া সদরের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন বিল থেকে উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের স্বজনদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

2,196 Views

আরও পড়ুন

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ