মোসাঃতানজিলা, ঢাকা
ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত
“নির্বাচন ও গণভোট- ২০২৬”ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে” এই বিষয়ের ওপর বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব গৌরবের সঙ্গে রানার-আপ সম্মান লাভ করেছে।
উক্ত বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বিশিষ্ট অধ্যাপক ড. মাহবুব উল্লাহর উপস্থিতিতে আয়োজিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে ইডেন আবারও প্রমাণ করেছে যে, যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা ও পরিপক্ব উপস্থাপনাই ইডেনের বিতর্কচর্চার মূল শক্তি।
এছাড়াও, এই টুর্নামেন্টে ইডেনের পক্ষে অংশগ্রহণকারী মাসনুন নাবিলাহ আলম “শ্রেষ্ঠ বক্তা” হিসেবে পুরস্কৃত হয়েছেন, যা তাদের দলের এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
উল্লেখ্য, এর আগে পরপর সাতটি ছায়াসংসদ বিতর্কে তারা বিজয়ের ছাপ এঁকে চলেছেন।