মোসাঃ তানজিলা, ইডেন প্রতিনিধিঃ
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠানের ব্যানারে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইডেন মহিলা কলেজ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নিপা আক্তার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলেও ব্যানারে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেক শিক্ষার্থী মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকা অনাকাঙ্ক্ষিত এবং দৃষ্টিকটু।
এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা বিষয়টির যথাযথ ব্যাখ্যা ও ভবিষ্যতে এ ধরনের ত্রুটি এড়ানোর দাবি জানিয়েছেন।