তানবীরুল ইসলাম,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান,ভোরে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মোজাম্মেল হক জানান, আগুনে তার ঘরের সব মালামাল পুড়ে গেছে। তিনি বলেন,আমার যা কিছু সম্বল ছিল,সবই শেষ হয়ে গেছে। এতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান,খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।