সোনালী অতীত
মুহাম্মদ ইবনে আব্বাস
কত কাল পর প্রাণ খুলে বেশ হাসিয়াছি কাল ঢের,স্মৃতিসন্ধ্যায় পুরান আড্ডায় দেখা হলো আমাদের।
দেখা হলো ছেঁকে সোনালী অতীত কতোটা হয়েছে ছাড়া,বেশকিছু কাল কেটে গেলো কাল করে করে মুনাযারা।
আহা সে অতীত ভুলি কিভাবে স্মৃতি হয়ে যারা থাকে,জীবনের পথে চলিতে চলিতে পিছু হতে যারা ডাকে।
পদে পদে যারা শেখায় সবক এইসব দিনেরাতে,করায় আফসোস, সেসব দিনের কেটেছে যা অজুহাতে।
জননীর আদরে বাবার শাসনে ভয়ে ভয়ে চলা কাল,শিখায়ে নিয়ম আদাব-কায়দা করে জীবন আজমাল।
হুজুরের ভয়ে পড়া করে নেয়া, মসজিদে যাওয়া দিন,যে ভয়ে গড়িলো সুস্থ জীবন মুছে আজারির চিন।
বন্ধুরা মিলে স্মৃতিকথা তুলে এভাবে কাটিলো কাল, সেই সময়ের শান্ত জীবন আজ কতো উত্তাল।
যুক্তির সাথে কথা-কাটাকাটি পুরান দিনের মতো, বেঁচে আছি শুধু শৈশব আর কৈশোর যে হলো গত।
সেসব দিন আর কখনো পাবো না যখনই স্মরণ হয়, স্মৃতিমধুর সে দিনগুলো ভেবে হয়ে পড়ি তন্ময়।
কথার মাঝেই ফিরে যাই আবার যেখানে আমার ভিত, শীতের সকালে আলপথে ছুটা সেই সোনালী অতীত।