ঢাকারবিবার , ১৮ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

আনোয়ারায় ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ভিশন
১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ

Link Copied!

আনোয়ারা (চট্টগ্রাম)  প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোদ্দগহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)। সম্পর্কে তারা জামাই ও শ্বশুর।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়িতে দায়ের করা একটি জিডির ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকের পর দেহ তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে আরও ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। ইয়াবাগুলোর মোট ওজন ২৪১ দশমিক ৭৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম মিয়া বলেন, “গ্রেপ্তারকৃত দুজন সম্পর্কে জামাই-শ্বশুর। নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরও পড়ুন

চকরিয়ায় জামায়াত প্রার্থী ফারুকের পক্ষে প্রচারণায় মানিক

সন্ত্রাসবিরোধী অভিযানে মহেশখালীতে অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

আনোয়ারায় চুরির ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ চোর গ্রেপ্তার

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত আব্বাস চৌধুরীর মৃত্যু, খাতিয়াল গ্রামে ফের উত্তেজনা

অবিলম্বে সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

শরণখোলায় ইসলামি ছাত্র -শিবিরের সমাবেশ অনুষ্ঠিত

ঢাকেবির অধ্যাদেশ জারির আন্দোলনে ছাত্রদল বাদে সব ছাত্র সংগঠনের সংহতি

দিন দিন সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা হারাচ্ছে নেতিবাচক কন্টেন্ট ক্রিয়েটের কারণে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: আদিলুর রহমান খান

বোয়ালখালীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

আনোয়ারায় ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়ায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে