ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ জানুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে কক্সবাজার মডেল প্রেস ক্লাব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও বেগবান করার লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব মনোনীত করা হয়। এতে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর–এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমতিয়াজ মাহমুদ ইমনকে সভাপতি এবং জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ–এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মনছুর আলম মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় এখানকার সংবাদ পরিবেশনায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বিশেষ প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই কক্সবাজার মডেল প্রেস ক্লাব কাজ করবে। সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা পালনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যপ্রণালী চূড়ান্ত করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
এদিকে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজারের তৃণমূলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন কক্সবাজারে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করলো বনবিভাগ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

ইডেন মহিলা কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

আনোয়ারায় ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

সাত কলেজ আন্দোলনের নতুন কর্মসূচি “অধ্যাদেশ মঞ্চ

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৬, পাঁচজনই নারী

চকরিয়ায় জামায়াত প্রার্থী ফারুকের পক্ষে প্রচারণায় মানিক

সন্ত্রাসবিরোধী অভিযানে মহেশখালীতে অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

আনোয়ারায় চুরির ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ চোর গ্রেপ্তার

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত আব্বাস চৌধুরীর মৃত্যু, খাতিয়াল গ্রামে ফের উত্তেজনা