ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ফেনীর পরশুরামে  প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে দুর্নীতি

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ জানুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী, পরশুরাম, ফেনীঃ

ফেনীর পরশুরাম উপজেলায় দক্ষিণ কাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গতি ধীরগতি এবং নকশা অনুযায়ী কাজ না করায় ভবনের স্থায়িত্ব ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি অর্থায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণস্থলে পর্যাপ্ত তদারকি না থাকায় বিভিন্ন অনিয়ম ঘটছে বলে অভিযোগ। স্থানীয়রা জানান ইট, রড, সিমেন্ট ও বালুর মান নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি কিছু ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম পরিমাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করা হয়।

স্থানীয়রা জানান,৫ আগস্টের পর আওয়ামী সরকার পাতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যায়।এতে দীর্ঘদিন কাজ বন্ধ হয়ে থাকে।পরে উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ আলমের দায়িত্বে নতুন করে কাজ শুরু হয়।কিছুদিন আগেও নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের অনিয়ম দেখা গেছে। এই অনিয়ম দেখা গেলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার কাজ শুরু করে উপজেলা এলজিইডি অফিসার শাহ আলম ভূঁইয়া।

জানা গেছে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান “তুলি তুশি” এন্টারপ্রাইজ।৬৪ লক্ষ ৪৩ হাজার ৩০৬ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের বর্তমানে সবই পরিচালনা করছে উপজেলা এলজিইডি।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের দাবি , নতুন ভবন নির্মাণে কাজের অনেক অনিয়ম হচ্ছে। কর্তৃপক্ষ দায়সারা কাজ করছে যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যালয় নির্মাণ কাজে অনিয়ম হলে শিশুরা বিদ্যালয়ে নিরাপদ থেকে পড়াশোনা করতে পারবে না।

প্রধান শিক্ষক  মোঃ মোস্তফা বলেন আমি নিজে অনেকগুলো অনিয়ম দেখেছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি তবে তারা এ বিষয়ে কোন প্রকার হস্তক্ষেপ করেনি। কাজ ধীরগতিতে চলছে। ভবন নির্মাণে বিলম্ব হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়াসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা নূর নবী চৌধুরী জানান, ৬৪ লাখ ৪৩ হাজার ৩০৬ টাকা ব্যয়ে নির্মিত স্কুল ভবনের নির্মাণ কাজে সিলেকশান বালুর পরিবর্তে ভিটি বালু দিয়ে ছাদ ঢালাই দিয়েছে ঠিকাদার। ঢালাইতে সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। দুই-তিন নম্বর ইট দিয়ে দেয়ালের গাঁথুনি নির্মাণ করেছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভবন পরিদর্শন করে দেখেছেন, কাজের মান অত্যন্ত খারাপ। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সুষ্ঠু সমাধান করবে বলে প্রত্যাশা করি।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী  শাহ আলম ভূঁইয়া বলেন: নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজে যে অনিয়ম বিষয়টি এসেছে আমি সেটি সমাধান করে দেয়ার চেষ্টা করেছি।

আরও পড়ুন

গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করলো বনবিভাগ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

ইডেন মহিলা কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

আনোয়ারায় ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

সাত কলেজ আন্দোলনের নতুন কর্মসূচি “অধ্যাদেশ মঞ্চ

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৬, পাঁচজনই নারী

চকরিয়ায় জামায়াত প্রার্থী ফারুকের পক্ষে প্রচারণায় মানিক

সন্ত্রাসবিরোধী অভিযানে মহেশখালীতে অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

আনোয়ারায় চুরির ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ চোর গ্রেপ্তার

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত আব্বাস চৌধুরীর মৃত্যু, খাতিয়াল গ্রামে ফের উত্তেজনা