চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড (ইমারত) শাখার উদ্যোগে, ৯ জানুয়ারী সকাল ১০টায় শহীদ ফোরকান স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর জানাজায় অংশগ্রহণকালে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ফোরকান। তাঁর স্মরণে এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া পৌর জামায়াতের কোষাধ্যক্ষ ব্যাংকার রাসেল, ৮নং ওয়ার্ড আমীর ছৈয়দ আলমসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ শহীদ ফোরকানের আত্মত্যাগ ও জীবনাদর্শ স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শকে ধারণ করেই সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা বাংলাদেশে ইসলাম কায়েমের গুরুত্ব তুলে ধরেন এবং ৮নং ওয়ার্ডকে একটি শক্তিশালী ইসলামী দূর্গ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।