নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ৬জানুয়ারী (মঙ্গলবার) সাংস্কৃতিক বিষয়ে চকরিয়ার সকল স্কুলকে যথাযথভাবে অবহিত করা হয়নি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ বিউটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে একাধিক স্কুল বঞ্চিত হয়েছে। ফলে আমার প্রতিষ্টানসহ অন্যন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সময়মতো প্রস্তুতি নেওয়া কিংবা অংশগ্রহণের সুযোগ পায়নি।
সুত্রে জানা যায়, বিচারক নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়ভাবে সুপরিচিত সংগীত নিকেতন ও অন্তরা শিল্পী গোষ্ঠীর দক্ষ ও অভিজ্ঞ শিল্পী থাকা সত্ত্বেও তাদের বিচারক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে প্রতিযোগিতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।
সচেতন মহলের দাবি, ভবিষ্যতে জাতীয় শিক্ষা সপ্তাহসহ যেকোনো সরকারি আয়োজনের ক্ষেত্রে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সমানভাবে অবহিত করা এবং বিচারক প্যানেলে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।