নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে মো: সাইফুল ইসলামসহ দুইজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব জানান, অভিযুক্ত ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।