নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ আইনের মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ।
বদরখালী বাজারে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে জেনারেটর ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করেছে।
৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ঢাকার বিদ্যুৎ আদালতের জারি করা ওয়ারেন্ট মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়।
ডিজিএম এমরান গনি জানান, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বদরখালী বাজার এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাকে জরিমানা করা হয়েছিল। তবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেননি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ রাখেননি।
এ ঘটনায় ২০২৪ সালে ঢাকার বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৯ লক্ষ টাকার একটি মামলা রয়েছে। পাশাপাশি আরও একটি ৬ লক্ষ টাকার মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।