Oplus_16908288

Oplus_16908288
নিজস্ব প্রতিবেদকঃ
ধরিত্রী রক্ষা, মেধা বিকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ জানুয়ারি বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার সভাপতি এ কে এম বেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বাবুল। এতে স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্যাপ আইডিয়া প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় মো. ইশফাতুল হাসান ইশফাত-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক প্রেস এক্রিডিটেশন কার্ড (নং-৬৫৬১) অর্জন করায় মোহাম্মদ ফরিদ-কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ। তিনি বলেন,
“এ ধরনের সম্মাননা কর্মমুখী ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বশির আল মামুন। তিনি বলেন,“ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) একটি ব্যতিক্রমী সংগঠন হিসেবে পরিবেশ রক্ষা, মেধা চর্চা ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।”
শেষে সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।