সাঈদী আকবর ফয়সালঃ কক্সবাজারের চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতালে এক রাতেই ৮টি স্বাভাবিক (নরমাল) ডেলিভারি সম্পন্ন হওয়ার মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে হাসপাতালটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতভর সফলভাবে এসব প্রসব কার্যক্রম সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হন। অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের জটিলতা ছাড়াই ৮ জন মা সুস্থভাবে সন্তান প্রসব করেন। নবজাতক ও প্রসূতি—দু’জনেই সুস্থ রয়েছেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, “এক রাতেই এতগুলো স্বাভাবিক প্রসব আমাদের জন্য গর্বের বিষয়। এটি হাসপাতালের চিকিৎসা সেবার মান, দক্ষ জনবল এবং জরুরি প্রস্তুতির সক্ষমতার প্রমাণ।” তিনি আরও বলেন, “মা ও নবজাতকের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”