তানবীরুল ইসলাম :
কক্সবাজারের চকরিয়ার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আগামীকাল ৫ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ভূমি সংক্রান্ত কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছিল। অভিযোগগুলো যাচাই ও ভুক্তভোগীদের বক্তব্য শোনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে।
গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, ভুক্তভোগী ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।