শান্তিগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম”(পিবিজিএসআই) এর আওতায় ২০২২- ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ২০২৩-২৪ অর্থ বছরে বিতরণকৃত উপজেলা পর্যায়ে অনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪/০৮/২০২৫) বিকাল ৩ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নুরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়ক শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ আবু সঈদ,অভিভাবক সদস্য প্রাথমিক সহকারি শিক্ষক মাওলানা মামুনুর রশীদ, শিক্ষার্থী আতিবুর রহমান রাইম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নুসরাত জাহান হাসনা এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী আকাশ দাস।
এসময় আরো উপস্হিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ সারোয়ার জাহান, পাগলা সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরাফত উল্লাহ,আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ, ঈশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খায়রুল বাশার,গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ মোঃ কামরুজ্জামান, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান,সাংবাদিক সোহেল তালুকদার সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।