চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক অসহায় দিনমজুরের পৈতৃক বসতভিটা ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক লিয়াকত আলী দলীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপটে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে তাদের উচ্ছেদ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর রফিক দীর্ঘ বছর ধরে তার পৈতৃক ও কষ্টার্জিত অর্থে কেনা জমিতে ঘর বেঁধে বসবাস করে আসছিলেন। অভিযোগ উঠেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক লিয়াকত আলী ও তার অনুসারীরা ওই জমির ওপর নজর দেন। গত ৫ই আগস্টের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে লিয়াকত আলী দলবল নিয়ে রফিকের বসতবাড়িতে চড়াও হন এবং তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেন।
কান্নাজড়িত কণ্ঠে দিনমজুর রফিক বলেন,আমি জীবিকার তাগিদে পার্বত্য লামা উপজেলার বনপুরে চাষাবাদ করি তাই বাড়িতে না থাকার সুবাদে “আমার বাবার আমলের ভিটা আর তিল তিল করে জমানো টাকায় কেনা জমিটুকু আজ ক্ষমতার দাপটে কেড়ে নেওয়া হয়েছে। আমি দিন আনি দিন খাই, আমার কোনো রাজনৈতিক জোর নেই। লিয়াকত আলী বিএনপির পদধারী নেতা হওয়ায় কেউ তাকে বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। আমি এখন সপরিবারে খোলা আকাশের নিচে বাস করছি।”
জমি দখলের অভিযোগ অস্বীকার করে লিয়াকত আলী বলেন, রফিক এখানে কোন জায়গা পাবেনা। জমি নিয়ে বিরোধ থাকতে পারে, তবে তা আইনগতভাবে সমাধান হবে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, তারা বিষয়টি অবগত আছেন এবং বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেও লিয়াকতের প্রভাবের কারণে রফিকের বসতভিটা ফেরত দিতে পারছিনা। তবে ভুক্তভোগী রফিক প্রশাসনের কাছে সঠিক বিচার এবং তার পৈতৃক ভিটা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন