বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্ত না হয় সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ, গণভোটের প্রচার ও প্রাণিসম্পদ দপ্তরের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের বাসুদেব ঘোষ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনী সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ শফি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, মো. সৈয়দুর রহমান, রণী সেন, মো. মনির হোসেন, মোজাম্মেল হক, সঞ্জয় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউএনও মেহদেী হাসান ফারুক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই, আইসিটি কক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের সাবলীল পাঠক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিদের্শনা দেন।