নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিছ উদ্দীন ভুইয়াকে সভাপতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি তাফহীম কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোঃ শওকত আকবর, অর্থ সম্পাদক মোঃ দিদার হোসেন, সাহিত্য ও প্রচার সম্পাদক ভাস্কর দেবসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিগণ তাঁদের বক্তব্যে সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন,চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা। এই সমিতি সবসময় সদস্যদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, পদোন্নতি ও দায়িত্বপ্রাপ্তি ব্যক্তি নয়, বরং প্রতিষ্ঠানের সম্মান ও আস্থার প্রতিফলন। সকলের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদের সুনাম ও কর্মপরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া সমিতির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে পদোন্নতিপ্রাপ্ত সমিতির সভাপতি ও নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাঁদের সফল কর্মজীবন কামনা করেন।-বিজ্ঞপ্তি