মো: বেলাল হোসেন পাটোয়ারী :
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।২০২৬ সালের এই আয়োজন ১১তম আসর।
শুক্রবার ২৩ “জানুয়ারি” সকাল ৭টায় সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাস ইন চার্জ মু.মাশহুদুল আলম,হোস্টেল সুপার মাহফুজুর রহমান,ক্রীড়া বিভাগের আহবায়ক মো: বেলাল হোসেন ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।খেলায় রেফারির দায়িত্ব পালন করছেন অত্র প্রতিষ্ঠানের একাউন্টস অফিসার মো: বেলাল হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
উদ্বোধনী ম্যাচে মাদ্রাসার দুটি দল অংশগ্রহণ করে। খেলা চলাকালে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসাহ,উদ্দীপনা ও আনন্দধ্বনি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ফুটবল,ক্রিকেট, দৌড়, লং জাম্প, হাই জাম্প, চাকতি নিক্ষেপ, বেলুন ফোটানো, বিস্কুট দৌড়, মার্বেল দৌড় ইত্যাদি বিভিন্ন ইভেন্টস অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় মাদ্রাসার শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা ছিল প্রশংসিত ।