তানবীরুল ইসলামঃ
কক্সবাজার অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
২৩ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্র বহন ও তৈরির সঙ্গে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীবকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল হোসেন সজীব দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত থেকে অবৈধ অস্ত্রের কারবার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার এসব অপতৎপরতায় স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় ধারালো অস্ত্র, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া আটক আশরাফুল হোসেন সজীবের বিরুদ্ধে পৃথক চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।