নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ
সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সংগ্রামের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই অর্জনকে টেকসই করতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, নতুন বাংলাদেশে গুম, ক্রসফায়ার কিংবা আয়নাঘরের মতো অমানবিক নির্যাতনের কোনো স্থান থাকবে না। রাষ্ট্র হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও শ্রেণির মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “জনতার কাফেলা আজ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। জুলাই সনদই নতুন বাংলাদেশের পথনির্দেশনা।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। আরও বক্তব্য দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে প্রচারণামূলক ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকা মানুষরাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। জুলাই সনদকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।