প্রেস বিজ্ঞপ্তিঃ
নিরাপত্তাজনিত কারণে চকরিয়ায় আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৩২/৩৩ কেভি চকরিয়া (রামপুর) গ্রিড থেকে চকরিয়া পিডিবির ডাবল সার্কিট ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যুৎ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—
১১ কেভি চিরিঙ্গা ফিডার: উপজেলা পরিষদ এলাকা ও খোদারখুম।
১১ কেভি সবুজবাগ ফিডার:
হাসপাতালের পেছনের এলাকা, সবুজবাগ আবাসিক এলাকা, ফুলতলা, তরছঘাট, কাজীপাড়া, আমানপাড়া ও আশপাশের এলাকাসমূহ।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ লাইন শাটডাউন অবস্থায় থাকলেও তা চালু রয়েছে বলে গণ্য করা হবে। অফিসের পূর্বানুমতি ছাড়া বিদ্যুৎ লাইনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না।
এছাড়া জরুরি প্রয়োজন বা নির্ধারিত কাজের ক্লিয়ারেন্স সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই যে কোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
ভোগান্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।