তানবীরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া কৈয়ারবিলের ইসলাম নগরে জননেতা আরিফুর রহমান চৌধুরী মানিককে কাছে পেয়ে স্থানীয় প্রবীণ জনগণ আবেগাপ্লুত ও উৎফুল্ল হয়ে ওঠেন। এ সময় উপস্থিত সবার মুখে মুখে শোনা যায় আশাবাদের কথা ও এলাকার উন্নয়ন নিয়ে নানা স্বপ্নের গল্প।
স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সৎ নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগ থাকলে এই অঞ্চলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় জনসাধারণের বিশ্বাস, ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনসম্পৃক্ত নেতৃত্বই পারে এলাকার দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান দিতে।
রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত এই মতবিনিময় ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।